নিয়োগ পরীক্ষার প্রশ্ন পার্ট ১
-
প্রকাশ :
শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
-
৪০
বার পড়া হয়েছে।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন
নিয়োগ পরীক্ষার প্রশ্ন
যে কোন চাকুরী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এলাম। যে কোন নিয়োগ পরীক্ষার প্রশ্নের জন্য কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আশা রাখি ।
- সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে
- বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? আশির দশক
- বাংলাদেশে সংবিধানে প্রশাসানিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?১১৭
- বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কতটি? ২৭
- ’অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্টমার্টিন
- চীনা পরিব্র্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র
- প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্তিত? বান্দরবান
- বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?৪৫৩৬
- মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার
- খাসিয়া গ্রাম গুলো কি নামে পরিচিত? পুঞ্চি
- লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা
- ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার
- পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্র ভাষা করার প্রথম দাবি কে উথ্যাপান করেন? ধীরেন্দ্রনাথ দত্ত
- বিখ্যাত চিত্রকর্ম ’তিন কন্যা’ এর চিত্রকর কে? কামরুল হাসান
- যশোর জেলায় অবস্থিত বিল? ভবদহ
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- জীবনঢুলী কে? একটি চলচ্চিত্রের নাম
- গভীর সমুদ্রবন্দর নির্মানের জন্য প্রস্তবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? ৯ বর্গ কিলোমিটার
- বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন? তাসকিন আহমেদ
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন ? রাজা জ্ঞানেন্দ্র(২০০৮)
- বাংলাদেশের কোন অঞ্চল কে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? সিলেট
- ম্যানগ্রোভ কী? উপকূলীয় বন
- ’ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া
- কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল? নিউজ উইক (১৯৭১ সালের ৫ এপ্রিল)
- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার এর নাম কোনটি ? ইউরিয়া
- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলপোর ঘোষণা ১৯৭১ এর মূল প্রতিপাদ্য ছিল? ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
- প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্টে্রর সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে? ইউকোসুক
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্টে্রর সংখ্যা? ১ (মরিশাস)
- বর্তমানে বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়? জাপান (বর্তমানে মরিশাস)
- জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ
- কীসের স্রোতে নদীখাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোতে
- কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র
- হৃদপিন্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? বিশেষ ধরনের অনৈচ্ছিক
- আকৃতি ,অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত প্রকার ? ৩
- বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি? যুক্ত অবস্থার চাইতে অধিক
- হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ
- ডি.এন.এ অণুর দ্বি হেলিক্স কাঠামোর জনক কে?ওয়াটসন ও ক্রিক
- কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?উট
- কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো? তড়িৎবীক্ষণ যন্ত্র
- বাংলাদেশের কৃষি কোন প্রকার? ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী
- বিশ্ব প্রাণী দিবস হচ্ছে? ৪ অক্টোবর
আরও পেতে চাইলে এখানে ক্লিক করুন : চাকুরী পরীক্ষার সকল সাজেশেন
আরও জানতে ক্লিক
আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন!
এই ক্যাটাগরির আরো আর্টিকেল!
[…] পার্ট ১ পেতে এখানে ক্লিক করুন। […]