এবারের আলোচ্য বিষয় হলো ক্রয়োসার্জারি নিয়ে । আশা করি এই পোস্ট পড়ার পড়ে আপনাদের ক্রয়োসার্জারি সম্পের্কে ভালো ধারণা তৈরি হবে। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি সম্পের্কে বিস্তারিত আলোচনা করার চেস্টা করেছি। যদি কোন মতামত থাকে কমেন্ট করে বলতে ভুলবেনা। তাই বেশি কথা না বলে আপনাদের মূল্যবান সময়ের কথা চিন্তা করে শুরু করলাম।
উত্তর: “cryosurgery” শব্দটি গ্রিক শব্দ ‘cryo( অর্থাৎ খুবই ঠান্ডা) থেকে এসেছে এবং surgery অর্থ হাতের কাজ। অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে অত্যধিক ঠান্ডা প্রয়োগ করে ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি দেওয়া হয়। বিশেষত এক ধরনের চর্ম রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়।
শরীরের উপরিভাগে, হাতে , পায়ে, মুখে এনকি শরীরের যেকোনো অংশে আচিল, ব্রণ ও চর্ম ক্রান্সারে এ জাতীয় চিকিৎসা দেওয়া হয়। অনেক সময় লিভার ক্যান্সার , প্রোস্টেট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার , মুখে ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি করতে হয়। ক্রায়োসার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রায় (-410c সেলগুলোকে ধ্বংস করার কাজ করে। অতিরিক্ত শৈত্য যখন ভিতরের সেলগুলোকে ছিড়ে ফেলে তখন রক্তনালী থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্তপ্রবাহ বন্ধ করে আরও নষ্ট করে ফেলে।
উত্তর: ক্রয়োসার্জারি চিকিৎসার সুবিধাসমূহ নিম্নরুপ:
উত্তর : ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্যান্সার চিকিৎসায় অন্যান্য পদ্ধতির চেয়ে ক্রায়োসার্জারি অনেক বেশি সুবিধা প্রদান করে থাকে। এ পদ্ধতিতে সার্জারির চেয়ে কম কাটাছেড়া করতে হয়, ফলে ব্যথা ও রক্তপাত কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়। তুলনামূলকভাবে কম খরচ হয়, রোগীকে বেশি দিন হাসপাতালে থাকতে হয় না। কখনও কখনও ক্রায়োসার্জারি শুধু লোকাল এনেসথেসিয়া দিয়ে করা যায়।
উত্তর: বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময়ে ক্রয়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের ছোট টিউমার ,তিল , আচিল , ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়াও অভ্যন্তরীণ কিছু রোগ যেমন—যকৃত ক্যান্সার ,ফুসফুস ক্যান্সার, বৃক্ক ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার , মুখের ক্যান্সার , গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস, কিডনিসহ এইডস সংক্রান্ত চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়।
আজকের মত এখনেই শেষ । আল্লাহ হাফেজ। ভাল লাগলে শেয়ার করতে ভূলবেনা।
বিগত পোস্ট :
আমার প্রয়োজনে আমি কিছু কিওয়ার্ড রেখে দিয়েছি চাইলে আপানারা নিচের দেওয়া কিওয়ার্ডের মাধ্যমে সার্জ করে আরও তথ্য জানতে পারেন।
ক্রায়োসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন,ক্রায়োসার্জারির খরচ,ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি কি কি?ক্রায়োসার্জারি আবিষ্কার করেন কে?ক্রায়োসার্জারি অসুবিধা,শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব ব্যাখ্যা কর।নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।বায়োমেট্রিক্স কি?ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়,ক্রায়োসার্জারিতে কোনটি ব্যবহৃত হয়ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় কিসেক্রায়োসার্জারির খরচ,ক্রায়োসার্জারিতে কোন কোন গ্যাস ব্যবহৃত হয়,,ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়,ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়,
ক্রয়োসার্জারি সম্পের্কে বিস্তরিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি ক্রয়োসার্জারি নিয়ে আর কোন সমস্যা হবে না বিশেষ করে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য । যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দূর্বল তাদের জন্য আমার এই পোস্ট । আমার এই ওয়েবসাইটের সাথ যারা জরিত তাদের আশা করি অনেক উপকার হবে। |
It seems you are blessed with a real capability for writing original content. I agree with your way of thinking. My appreciation for writing this. Doll Geno Sudnor
I feel that is one of the so much significant info for me. Leta Tuckie Cence
Respect to post author, some wonderful information . Kordula Allie Shippee
Here is a superb Blog You might Come across Interesting that we encourage you to visit. Julie Hercules Lethia